যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষক অ্যান্ড্রু হাফ তার বইয়ে- ‘দ্য ট্রুথ এবাউট উহান’ মধ্যে উল্লেখ করেছেন করোনা ভাইরাস মানবসৃষ্ট। হাফ আরও বলেন, চীনে করোনা ভাইরাসের আগমণের কারণ- মার্কিন সরকারের অর্থায়নে চালিত উহানে এই ল্যাবটি।

প্রবল বিতর্কের মুখোমুখি হওয়া সত্ত্বেও চীনা সরকার ও ল্যাব কর্মকর্তারা দায়ভার নিতে অস্বীকার করছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা ইকোহেলথ অ্যালায়েন্সে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে আছেন অ্যান্ড্রু হফ। এই সংস্থাটি সংক্রামক রোগ-জীবাণু নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করে।

দ্য নিউইয়র্ক পোস্টকে হফ বলেন, ইকোহেলথ অ্যালায়েন্সের প্রতিনিধি হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে স্বেচ্ছাসেবী গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

তিনি আরও জানান, গবেষক হিসেবে তিনি যোগ দেয়ার আগে থেকেই ডব্লিউআইভিতে বাদুড়বাহী বিভিন্ন সার্স গ্রুপের ভাইরাস নিয়ে গবেষণা চলছিল, আর এই গবেষণায় অর্থয়ান করেছিল এনআইএইচ।