করোনার নতুন ভ্যারিয়েরন্ট ওমিক্রনের বিস্তার রোধে যুক্তরাজ্যের মানুষজনকে সম্ভব হলে বাসায় থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটির বেশির ভাগ জায়গায় জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
সামনে সপ্তাহ থেকে নৈশক্লাব এবং বড়সড় আয়োজনে যোগ দিতে হলে কোভিড পাস দেখাতে হবে। ইংল্যান্ডে নতুন করে লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের মন্ত্রীরা। তবে, আগামী শুক্রবার থেকে থিয়েটার, সিনেমাসহ জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। এ ছাড়া বুধবার থেকে ৫০০ জনের বেশি মানুষের ঘরোয়া আয়োজন,
যেগুলোতে বসার ব্যবস্থা নেই এবং খোলা জায়গায় ১০ হাজারের বেশি মানুষের আয়োজনে বাধ্যতামূলক এনএইচএস কোভিড পাস দেখাতে হবে। সরকার বাড়তি কিছু কোভিড নির্দেশনার পরিকল্পনা করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো লকডাউন নয়, এটি হচ্ছে প্ল্যান-বি।’ প্রয়োজন অনুযায়ী কড়াকড়ির মাত্রা বাড়ানোর কথা বলেছেন বরিস জনসন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।