গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই কথা জানিয়েছেন সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, ‌যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে। কোন কোন কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

আজ শনিবার সকাল ৮টা থেকে ‘একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’র আওতায় সারা দেশে মহামারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে। আজ টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।