১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে হুইপ কন্যা গরীবের ডাক্তার শারমিন রহমান অমি গ্রামের গরীব, অসহায় ও দুস্থ মানুষদেরকে নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সেইসাথে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন।

মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা  মোঃ আতিউর রহমান আতিক এম পি মহোদয়ের নির্দেশনায় প্রত্যেক ইউনিয়নে ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা মহামারীতে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করা হয়।