গাজীপুরের টঙ্গীতে নগর মাতৃসদন কোভিড-১৯ টিকা দান কার্যক্রম গাজীপুর সিটি কর্পোরেশনে মরকুন কবরস্থান সংলগ্ন নগর মাতৃসদন এলাকায় ইউটিপিএসপিএ-২ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাদেক আলীর সভাপতিত্বে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, গাজীপুর সির্ভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান, ইউপিএইচসিএসডিপি-২ প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম, মোঃ আকবর হোসেন, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, রবিউল্লাহ খান, আব্দুল কাদের পাঠান, আব্দুল আলীম, আজমেরী খান টুটুল, আব্দুল আজিজ, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টিএন্ডটি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূর নবী আনসারী নবীন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, নগর মাতৃসদন হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ফাতেমা সুলতানা শামা, ক্লিনিক ম্যানেজার ডাঃ সিলভীয়া আফরিন বিনতে করিম, কনসালটেন্ট গাইনী ডাঃ মাহমুদা বেগম, মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া সুলতানা, ডাঃ ফারহানা খানম প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে নগর মাতৃসদন কোভিড-১৯ টিকা দান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।