চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৫০ জন। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামে মোট ৩ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ৩৫.৬৭ শতাংশ। যাদের মধ্যে নগরীর ৭৯৭ জন ও উপজেলার ৩২৪ জন রয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৬ হাজার ৩ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

কলমকথা/বি সুলতানা