রনি হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুরে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া একই গ্রামের একজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন- কেশবপুরের বেলকাটি গ্রামের সাজ্জাত আলী মোড়ল (৬৩) ও আব্দুর রউপ মোড়ল (৬২।
উপজেলার বেলকাটি গ্রামের সাজ্জাত আলী মোড়ল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত বুধবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওই রাতে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে (সিটি মেডিকেল) ভর্তি করা হয়। বুধবার রাতে তার মৃত্য হয়।
নিহতের ছেলে বাবুল আক্তার বলেন, বাবাকে ওই ক্লিনিকে ভর্তি করা হলে কয়েকটি পরীক্ষা করা হয়। ডেঙ্গু হেমোরজিক সকে তার মৃত্যু হয়েছে।
এদিকে পাশের বাড়ির আবুর রউফ মোড়ল (৬২) নামে অপর ব্যক্তি জ্বর ও পাতলা পায়খানা শুরু হলে তাকেও মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল শ্বাসকষ্ট শুরু হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই পাড়ার অজিজুর রহমান মোড়লের স্ত্রী নাসিমা বেগমকে (৪০) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর পাতলা পায়খনা নিয়ে ভর্তি করা হয়েছে। পরীক্ষা করা হলে তিনি ডেঙ্গু আক্রান্ত বলে জানা গেছে।
অন্যদিকে একই পাড়ার আবদুস সবুর (৫৫) জ্বর পাতলা পায়খানা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এলাকার লোকজন জানিয়েছেন আরও কয়েকজন জ্বরসহ অন্যন্য উপসর্গ নিয়ে ভুগছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপেলক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান জানান, সাজ্জাত এবং রউফ হাসপতালে ভর্তি হলেও তাদের ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। তবে বেলকাটি গ্রামের নাসিমা খাতুন ডেঙ্গু আক্রন্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।