বাংলাদেশে ২৪ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৯৯৩ জন।

 

শনিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২৮ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।