ভারতের কেরালায় মহামারি করোনাভাইরাসের পর এবার ছড়াতে শুরু করেছে নোরোভাইরাস। এ ভাইরাসকে বলা হয় উইন্টার ভমিটিং ভাইরাস। এটি আক্রমণ করলে রোগীর ঘন ঘন বমি হয়। ডায়ারিয়ায় আক্রান্ত হয়। শরীরে ঢোকার ২৪-৪৮ দিনের মধ্যে এটি রোগের সৃষ্টি করে।
শুরু হয়ে রোগীর পেটে তীব্র ব্যথা, বমি ও ডায়রিয়া। চিকিৎসা করালে ১-৩ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে টানা চিকিৎসার প্রয়োজন হয়। সংক্রমিত রোগীর বমি থেকে ছড়ায় এই ভাইরাস। তারপর এটি খাবার, জলে ছড়িয়ে পড়ে। মার্কিন বিজ্ঞানীদের মতে,
সংক্রমিত রোগীরা কোটি কোটি ভাইরাস ছড়িয়ে দেয়। কেরালায় নোরোভাইরাসের সংক্রমণ নিয়ে শনিবার বিষয়টি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
করোনার পর নতুন এই ভাইরাসটিকে ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে পরিশুদ্ধ পানির উপরে জোর দেন বীণা। মানুষকে সতর্ক করার নির্দেশও দিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।