কাউন্সেলিং এন্ড সাইকোসোশ্যাল রিসার্চ সেন্টার (বিসিপিআরসি) এর আয়োজনে তিন দিন ব্যাপী ফেস্টের উদ্বোধন হয় ২৮শে ডিসেম্বর এবং ৩০ শে ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
বন্ধু একটি বেসরকারী মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে তার যাত্রা শুরু করে এবং ২০২০ সালের করোনাকালীন সময় থেকে সকলের জন্য যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একদল দক্ষ মনোবিজ্ঞানী কর্তৃক কাউন্সেলিং ও টেলি-কাউন্সেলিং সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে বন্ধু আয়োজন করেছিলো ১ম সাইকোলজিক্যাল ফেস্টে-২০২২ এর।তিন দিন ব্যাপী এই ফেস্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথিতযশা মনোবিজ্ঞানী অধ্যাপক ড.মাহমুদুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা, মনোবিজ্ঞান বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. এনামুল হক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলেই হবেনা, কিভাবে রোগ শনাক্ত করা যায় এবং কার্যকরী পদক্ষেপ নেয়া যায় এটাও জানতে হবে। পাশাপাশি গবেষণায় মনো নিবেশ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. অশোক কুমার সাহা বলেন, শিক্ষক,অভিভাবক সবাইকে সচেতন হতে হবে। স্কুল-কলেজগুলোতে সাইকোলজিস্ট নিয়োগ দিতে হবে।
এসময় বন্ধুর সার্বিক দিক তুলে ধরেন বন্ধুর হেড অব মেন্টাল হেলথ আরিফুল হক রিফাত। সঞ্চালনায় ছিলেন, বন্ধুর হেড অব রিসার্চ, মাহদী উল মোর্শেদ।
তিন দিন ব্যাপী এই ফেস্টে মোট ৭টি সেশন ছিল।দেশ ও দেশের বাইরে থেকে এক্সপার্টগণ যুক্ত হন৷ সেশনগুলো মূলত গবেষণা, বিদেশে পড়াশোনা করা, কিংবা এপ্লাইড বিহেভিয়ার এনালাইসিস ইত্যাদি বিষয়ের উপর ছিল।
সবার জন্য মেন্টাল হেলথ সহজলভ্য করার আশাবাদ ব্যক্ত করে এই ফেস্ট শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।