সম্মিলিত সমারিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে দেখতে যান জাতীয় পার্টি পূনর্গঠন প্রক্রিয়ার সিনিয়র কো চেয়ারম্যান বিদিশা এরশাদ ও পল্লীবন্ধুপুত্র শাহতা জারাব এরিক এরশাদ।
এসময় তাদের সঙ্গে ছিলেন জাপা পূনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ।
এছাড়াও পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ, মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান ও প্রচার প্রকাশনা সম্পাদক নাফিজ মাহবুব উপস্থিত ছিলেন। বিদিশা এরশাদ, এরিক ও কাজী মামুন আইসিউর ভেতরে যান এবং রওশন এরশাদের বেডের পাশে দাঁড়িয়ে তাঁর স্বাস্থ্যের সব শেষ অবস্থার খোঁজ নেন। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
পল্লীবন্ধুপুত্র এরিক ও বিদিশা এরশাদ কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দু হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। মানসিকভাবে প্রস্তুত না থাকায় এমন পরিস্থিতিতে উপস্থিত শীর্ষনেতারও ভেঙ্গে পড়েন।
এসময় উপস্থিত সবাই দোয়া মোনাজাতে অংশ নেন। পরে বাইরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি জানান, বেগম রওশন এরশাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা আগের তুলনায় ভাল। এখন অনেকটাই স্বাভাবিক। নড়াচড়াও করছেন।
তবে চিকিৎসকদের বক্তব্য বেগম রওশন এরশাদের শারীরিক জটিলতা অনেক দিনের। কাজী মামুন জানান, এখন বাকীটা আল্লাহর হাতে। আল্লাহ চানতো সবার দোয়ায় বিরোধী দলীয় নেতা পুরোপুরি সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরবেন এমনটা প্রত্যাশা সবার।