![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/hospital.jpg)
মনির খান, স্টাফ রিপোর্টার: লোহাগড়ার রাজু পুর গ্রামের মোঃ জব্বার শেখ এর ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৩ মাষ) গত ১০/১০/২০২১ তারিখ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ।
ভর্তির পর থেকে এ পর্যন্ত কর্তব্যরত নার্সদের চিকিৎসাসেবার ব্যাপারে অবহেলার অভিযোগ পাওয়া যায়। ৩ মাস বয়সের বাচ্চাটি কে শ্বাসকষ্টের জন্য গ্যাস দিতে গিয়ে বাচ্চাটির বাবা লক্ষ্য করেন মেশিনটি বারংবার বন্ধ হয়ে যাচ্ছে। এই কথাটি কর্তব্যরত নার্সদের জানালে তিনারা বলেন মেশিন নষ্ট আপনারা সরকারকে জানান। পরবর্তীতে বাচ্চাটিকে তার বাবা বাহির থেকে গ্যাস দিয়ে নিয়ে আসে।
প্রত্যেকটি বার ৫০ টাকা করে দিতে হয়েছে । কর্তব্যরত মেডিকেল এসিস্ট্যান্ট বলেন প্রয়োজনে একটি মেশিন কিনে নেন।
একজন ভ্যান চালক যদি মেশিন কিনে এনে তার বাচ্চাকে গ্যাস দিতে হয় তাহলে হাসপাতালের কোন প্রয়োজন নাই বলে জানান বাচ্চাটির বাবা জব্বার শেখ। সরেজমিনে গিয়ে লক্ষ্য করা যায় মেশিনটি কখনো ভালো কখনো খারাপ ।
উক্ত বিষয়টি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরীফ সাহাবুর রহমানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায় নাই। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডা: মামুন এর মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন আমি ঢাকায় আসছি ।
একজন নার্স তার সেবাই রোগী সুস্থ হয়ে উঠার কথা কিন্তু নার্স যদি চিকিৎসাসেবা দিতে অনীহা প্রকাশ করে এবং রোগীদের সাথে অবাঞ্ছিত কথাবার্তা বলেন ঝগড়ায় লিপ্ত হয় তাহলে ওই রোগী কেমন করে সুস্থ হবে। ওই ছোট্ট মাসুম বাচ্চাটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন যদি বেড়ায় ক্ষেত খায় তাহলে অমন বেড়ার কি দরকার?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।