রাজধানীর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা আজ সোমবার (১৭ জানুয়ারি) থেকে নয়টি কেন্দ্রে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পাবে।
তারা স্কুলের আইডি কার্ড দেখিয়েই টিকা নিতে পারবে। স্কুলে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিচ্ছে সরকার। আপাতত নয়টি টিকাকেন্দ্র দিয়ে শুরু হলেও পরে আরো বাড়ানো হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার।
এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭৭ লাখ ১৮ হাজার ৯৩৭ জনের। বাকিদের প্রথম ডোজ দেওয়া হবে ৩১ জানুয়ারির মধ্যে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর দাবি,
রাজধানীতে মাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। সোমবার থেকে দেয়া হবে দ্বিতীয় ডোজ। যারা প্রথম ডোজ পায়নি তারা বনানীর চিটাগং গ্রামার স্কুল কেন্দ্র থেকে নিতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।