যশোরের বাঘারপাড়া উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের অফিস কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক উপস্থাপক ছিলেন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার।

বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।