সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) দু’জন মারা গেছেন। তারা দু’জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগজুড়ে এখন মৃত্যুসংখ্যা ১ হাজার ২০৩ জনে গিয়ে পৌঁছেছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮৯, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন রয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ১৭৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ৩৮৯ জনের। শতকরা হিসেবে প্রতি ১০০ জনে ২১.৬৮ জন আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ২৪০, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ৪৪ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বর্তমানে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি আছেন ১৯৪ জন; যার মধ্যে ১৭ জন আইসিইউতে। অ্যান্টিজেন টেস্টে ১৪৭ জনের কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হয়েছে। বিভাগে মোট করোনাক্রান্ত ৬৪ হাজার ১৩ জন।

 কলমকথা/রোজ