এবার করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় ১০৩ জন মেরিন সেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস এই তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহের শুরুতে দেশটির বিমান বাহিনী করোনার টিকা না নেওয়ায় ২৭ জন বিমান সৈনিককে অব্যাহতি প্রদান করে।

স্থানীয় গণমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মেরিন সেনা এখনো করোনার টিকা নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। এর অংশ হিসেবে ১০৩ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এবিসির খবর অনুসারে, গত আগস্টে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের সকল সামরিক সদস্যকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশ দেন। প্রতিরক্ষামন্ত্রীর এমন নির্দেশনার পরপরই সেনাবাহিনী দ্রুত করোনার ভ্যাকসিন নেওয়ার নিজস্ব ডেডলাইন স্থির করে।

টিকা না নেওয়া হলে দায়িত্ব থেকে অব্যাহতির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়। কিন্তু তারপরও সেনাবাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য টিকা নেয়নি।