চলতি নভেম্বর মাসের ২৫ দিনে রেকর্ড ১০১ জনের মৃত্যু ঘটেছে ডেঙ্গুতে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো মাসে ডেঙ্গুতে এতো মৃত্যু দেখতে হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এছাড়াও এ বছর সারাদেশে ২৪২ জন মারা গেছেন ডেঙ্গুতে। তাদের মধ্যে ১৪৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর ও নরসিংদী জেলায়।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। সরকারি হিসাবে সেবার মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।