মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি: ২০/সেপ্টেম্বর /২০২১ সোমবার নীলফামারীর ডোমার উপজেলায় ০৫ জনের পরীক্ষা করে এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ০৪ (চার) জন করোনা পজিটিভ।

১) শাহনাজ পারভিন (৪০) স্বামী- সাইফুল ইসলাম, ডোমার থানা।

২) রতন রানা-(৩১)একরামুল হক,পল্লীবিদ্যুৎ ডোমার। ওহ ডিমলা উপজেলার স্বপন-(২৫)জয়নাল আবেদীন, ছাতনাই,উত্তর নাওতারা,ডিমলা। ৪) রঞ্জনা, বিনাশ চন্দ্র, ভূজারী পাড়া,দক্ষিণ কেতকীবাড়ী,ডোমার।