মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ প্রশমন ও সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা করেছে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগী স্টেশনের জনবহুল স্থানে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য উক্ত কর্মসূচি পালন করেন।
এ সময় অস্বচ্ছল মানুষের মধ্যে ৫’ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এর পাশাপাশি জনসারনকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।