খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে।

তবে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার বদরুল রশিদ (৫৯), খুলনা মহানগরীর সদর থানা এলাকার আব্দুল জব্বার (৮২) ও খালিশপুরের শাহাদাৎ হোসেন (৬৩)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। এরমধ্যে রেড জোনে ৫১ জন, ইয়ালো জোনে ৩৭ জন ও আইসিইউতে ২০ জন। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনা মহানগরীর মুজগুন্নী এলাকার রুবিনা বেগম (৭২)।

বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩২জন চিকিৎসাধীন রয়েছেন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের মোংলার স্বপন মণ্ডল (৬৫)। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এরমধ্যে ১০ জন পুরুষ ও ১৫ জন নারী। প্রসঙ্গত, সোমবার (৯ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১০১ জন, বাগেরহাটের ৩ জন, যশোর ও বরিশালের একজনের করে করোনা পজিটিভ শনাক্ত হয়।