ভারতে গত মঙ্গলবার করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ১৮১ জন, যা বিগত ২০০ দিনের মধ্যে ছিল সর্বনিম্ন। কিন্তু একদিন পরই মৃত্যু সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৭৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখান প্রকাশ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুয়ায়ী, ভারতে দৈনিক মৃত্যুর সঙ্গে এক লাফে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

যদিও তা ২০ হাজারের নিচেই রয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৭৮১ জন। এদিকে সংক্রমণ কিছুটা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ১৭৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি।

ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৫২০ জনে। ১৯৪ দিনের মধ্যে যা সর্বনিম্ন। ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮৪ শতাংশ (০.৮৪ শতাংশ) বর্তমানে সক্রিয় রোগী। মঙ্গলবারের তুলনায় বুধবার এ হার কমেছে।