খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় মারা গেছেন ১৪ জন এবং উপসর্গ নিয়ে চারজন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।
করোনায় মৃতদের মধ্যে খুলনা জেলার ১০ জন, ঝিনাইদহ জেলার দুইজন নড়াইল জেলার একজন এবং বাগেরহাট জেলার একজন। আরও পড়ুন: বিনা বাধায় ফেরিতে চড়ে শত শত যাত্রী আসছেন পাটুরিয়াঘাটে গেলো ২৪ ঘণ্টায় খুলনার পাঁচটি করোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং মোট ভর্তি রয়েছেন ৩৩৮ জন। গত একদিনে খুলনা মহানগরী এলাকায় করোনা পরীক্ষা করেছেন ৩৪০ জন। করোনায় শনাক্ত হয়েছেন ১১২জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৩২ ভাগ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।