কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এই ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২ জনের করোনা পজেটিভ ও ১ জনের উপসর্গ ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৬২ জন করোনায় ও ৩০ জন উপসর্গ নিয়ে মোট ৯২ জন ভর্তি রয়েছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৭ হাজার ৫ শত ৩৫ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯২ হাজার ৩ শত ৫৬ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ১ শত ৭৯ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫ শত ৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪ শত ৭৩ জন। মারা গেছেন ৭২১ জন।