দীর্ঘ প্রায় দুই বছর ধরে করোনাভাইরাসের নিষ্ঠুর থাবা থেকে ক্রমে মুক্ত হচ্ছে চট্টগ্রাম। গত ১৫ দিন ধরে চট্টগ্রাম জেলা ও মহানগরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সন্তোষজনকভাবে কমে এসেছে। ক্রমে তা নেমে আসছে শূন্যের দিকে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় করোনা শনাক্ত হয়েছে মাত্র ১৮৭ জনের। মৃত্যু ঘটেছে ২ জনের। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষার বিপরীতে চট্টগ্রামের করোনা সংক্রমণের হার মাত্র ১১ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় ১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৭ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১১৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৭৩ জন আক্রান্ত শনাক্ত হন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত মাসে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা পরীক্ষার বিপরীতে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। সর্বশেষ আজ শনিবার আক্রান্তের হার ১১ শতাংশে নেমে এসেছে। করোনার সংক্রমণ কমে আসায় চট্টগ্রামে চিকিৎসা সংকটও কেটে গেছে। জেলার প্রতিটি হাসপাতালেই করোনা ইউনিটে অধিকাংশ আসন খালি রয়েছে। এই মুহূর্তে সংকট নেই আইসিইউ বেডেরও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।