![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/dkk-1-2.jpg)
(২১ অক্টোবর ২০২১-বৃহস্পতিবার) মেডিকেল সেন্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সিভিল সার্জন (ঢাকা জেলা), পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালক (আইসিটি সেল), প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কোভিড ১৯ টিকা ক্যাম্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা প্রদান করা হবে। শিক্ষার্থীদের উক্ত (http://student.erp.jnu.ac.bd/jnuis/student/login/view.html) লিংকে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রথম পর্যায়ে আগামী (২৫-২৯) অক্টোবর শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেয়া হবে। পরবর্তিতে দ্বিতীয় ডোজের টিকার সময়সূচি জানিয়ে দেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।