মোঃ আফছার সোহাগ,  দিনাজপুর :প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়েছে।

৭ আগস্ট শনিবার সকাল ৯টায় দিনাজপুর পৌরসভার আয়োজনে ৯নং ওয়ার্ডের মিতালী সংঘ ক্লাব প্রাঙ্গণে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম খালেকুজ্জামান রাজুসহ মিতালী সংঘ ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

মোঃ আব্দুল কাদের নামে একজন বৃদ্ধকে টিকা প্রয়োগের মধ্য দিয়ে উক্ত ওয়ার্ডে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।