কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় দেড় মাসের মধ্যে এক দিনে এটাই ছিল সবচেয়ে কম মৃত্যু। এর আগে সর্বশেষ গত ৪ জুলাই ১৬০ জনের মৃত্যু হয়।
এদিকে ২৪ ঘণ্টার হিসাবে কমেছে শনাক্তের সংখ্যাও। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৫৬৬, যা ২৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুলাই শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৬৪। এর পর থেকে প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। এমনকি দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তও (১৬ হাজার ২৩০ জন) হয় এই সময়ের মধ্যেই।
পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হারও টানা দুই মাস পর ১৭.৬৪ শতাংশে নেমে এসেছে। এর আগে গত ২০ জুন এই হার ছিল ১৬.৩৮ শতাংশ। দৈনিক শনাক্তের হার টানা কয়েক দিন ছিল ৩০ শতাংশের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। সব মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৭৮ জনের। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে পুরুষ ৭৬ জন, নারী ৮৩ জন। এর মধ্যে ১০ বছরের নিচের এক শিশুও রয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০ বছরের দুজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের ৩৯ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের ১৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫০ জন। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (৩৮), সিলেট (২৩), রাজশাহী (১৩), খুলনা (১২), বরিশাল (১০), রংপুর (৮) ও ময়মনসিংহ (৫)। এর মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং বেসরকারি হাসপাতালে মারা গেছে ২৬ জন। বাকি চারজনের মৃত্যু হয়েছে বাড়িতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।