করোনা থেকে সুরক্ষায় দুই ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন ও তার স্ত্রী মুর্শিদা বানু। সিভিল সার্জন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। সেখানে নিজের ও তার সহধর্মিণীর করোনা পজিটিভ এসেছে বলে জানান সিভিল সার্জন।
সবার কাছে দোয়া চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ করেন। যতসম্ভব ঘরেই অবস্থান করার আহ্বান জানান তিনি। এর আগে মো. মনোয়ার চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে কোভিড ১৯-এর ভ্যাকসিন গ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।