অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে, দোকানে ও শপিং মলে মহা আনন্দে চলছে ঈদের কেনাকাট। নেই কোন স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা ও প্রচারণা।

 

বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার ও দোকানপাটের সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ জায়গায় মানুষের প্রচন্ড ভিড়।

মানুষগুলা কেনাকাটায় ব্যাস্ত অর্থচ অনেকের মুখেই নেই কোন মাস্ক, নেই কোন স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরুত্ব মানার চেষ্টা। দোকানদার ও বিক্রয় কর্মীরাও মানছেন না কোন স্বাস্থ্য বিধি ও নিয়ম – কানুন।

 

এছাড়াও স্থানীয় ব্যাংক গুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। স্থানীয় প্রশাসন ও আইন – শৃঙ্খলা বাহিনীদের পহ্ম থেকেও নেই কোন পর্যাপ্ত প্রচারনা ও নজরদারি।

 

এই অবস্থায় যে কোন সময় এই মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন স্থানীয় জনসচেতনত ও সাধারণ জনগণ।