মোঃ ফারুক হোসেন, চট্টগ্রাম ব্যুরোঃ
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় হঠাৎ করে বেড়েছে করোনার প্রকোপ। গত তিন দিনে উপজেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ১৭ জনের নমুনা পরিক্ষায় আক্রান্ত হয়েছে ৫ জন। আক্রান্ত ব্যক্তী ৫জনই মাটিরাঙ্গা পৌরসভার মধ্যে। এর মধ্যে ভুইয়া পাড়া ৮নং ওয়ার্ডে ২ জন, চৌধুরী পাড়া ৭নং ওয়ার্ডে ২ জন, এবং বাবু পাড়ায় ১ জন।
মাটিরাঙ্গায় করোনার প্রাদুর্ভাব মাঝখানে নিয়ন্ত্রণে থাকলেও ফের বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। তবে উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানা পুলিশ আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৭শ ২০ জন করোনা পরিক্ষা করেছেন। এরমধ্যে আক্রান্ত হয়েছেন মোট ৯৩১ জন। ইতিমধ্যে ৮০৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৯ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জন।
উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম বলেন, করোনার প্রাদুর্ভাব মাঝখানে কম থাকলেও নতুন করে করোনায় শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিষয়ে আমারা সনাক্তকারীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদেরকে অবগত করেছি।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ৮নং ওয়ার্ডে করোনা রোগী শনাক্ত হয়েছে এমন কোনো খবর আমাকে মাটিরাঙ্গা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়নি। আমি এখন আপনাদের মাধ্যমে জেনেছি, আমি মাটিরাঙ্গা সাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে করোনা শনাক্ত কারীর ঠিকানা জেনে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করবো।
উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মিজ ফারজানা আক্তার ববি জানান, আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমার কাছে তালিকা আসলে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুইক রেসপন্স টিমের অবশ্যই হোম কোয়ারান্টাইন নিশ্চিত করবো, এবং শনাক্ত কারীর বাসা বাড়ি লগডাউনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, মাটিরাঙ্গা উপজেলা জনসাধারণকে উদ্দেশ্য করে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করুন, ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন জনসচেতনতা ও সাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।