মোঃ আলমগীর হোসেন মাটিরাঙ্গা :মাটিরাঙ্গায় ভ্যাকসিন কার্যক্রমে ফ্রী রেজিষ্ট্রেশন সেবা দিচ্ছে বন্ধু জুনিয়র যুব ক্লাব মাটিরাঙ্গায় সরকারি নির্দেশনা মোতাবেক ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনায় সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হচ্ছে। মাটিরাঙ্গা পাহাড়ি ও দূর্গম এলাকা হওয়ায় ইন্টারনেট সংযোগ শহরের মতো না পাওয়ার কারণে রেজিষ্ট্রেশন করতে গিয়ে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার( ৫ আগস্ট) মাটিরাঙ্গা ০২ নং ওয়ার্ড নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গানে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমের ফ্রী রেজিষ্ট্রেশন সেবা আয়োজন করেন মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র যুব ক্লাব। বন্ধু জুনিয়র যুব ক্লাব মাটিরাঙ্গার একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। সংঠনের এক দল তরুণ তরুণী প্রায় পাঁচশত মানুষের মাঝে এ ফ্রী রেজিষ্ট্রেশন সেবা দিয়েছে।

বন্ধু জুনিয়ার মাটিরাঙ্গার প্রতিষ্ঠাতা ও সভাপতি মামুনুর রশীদ (মামুন)বলেন, মাটিরাঙ্গার কোন মানুষ যেন এ ভ্যাকসিন নেয়া থেকে বঞ্চিত না হয়। এ লক্ষে বন্ধু জুনিয়র যুব ক্লাব এ ফ্রী রেজিষ্ট্রেশন সেবা দিচ্ছে এবং ভবিষ্যতে পুরো উপজেলায় আমাদের এই কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রী রেজিষ্ট্রেশন সেবা অব্যহত থাকবে। কোভিড-১৯ ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করতে আসা অত্র এলাকার মহরম আলী ,হাজী আব্দুল মালেক, জানান, বন্ধু জুনিয়ার এর ছেলেরা আমাদের ফ্রী রেজিষ্ট্রেশন করে দিয়েছে।

তাদের এমন কার্যক্রমে আমরা অত্যান্ত খুশি এতে করে আমাদের ভোগান্তি অনেটা কমে গিয়েছে । ফ্রী রেজিষ্ট্রেশন সেবা কার্যক্রমের উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ( অ.দা) মোঃ হেদায়েত উল্ল্যাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন ০২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সহ সমাজের গন্য মান্য ব্যক্তি বর্গ । মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ( অ.দা) মোঃ হেদায়েত উল্ল্যাহ বন্ধু জুনিয়ার যুব ক্লাব মাটিরাঙ্গার এর এমন মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।