রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশে।
নিহতদের মধ্যে সাত জনের বয়স ৬০ বছরের এর নিচে এবং ছয় জনের বয়স ৬০ বছরের বেশি।
নিহতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। রোববার (১৩ জুন) রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন।
এরমধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন। এনিয়ে মোট ভর্তি রোগী আছেন ২৯৪ জন।
এদের মধ্যে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার চার জন, কুষ্টিয়ার একজন এবং অন্যান্য এলাকার ৯ জন। গতকাল শনিবার শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩৪ শতাংশ। গত এক সপ্তাহে এই হার ছিল ৪০ শতাংশের আশেপাশে।
Aa