নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলমান করোনা ভাইরাসে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার কথা চিন্তা করে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে জহুরুননেছা হাসপাতাল।রবিবার সকালে উপজেলার পূর্বগ্রাম এলাকায় স্বল্প মূল্যে রোগী দেখার কার্যক্রম উদ্বোধন করেন জহুরুননেছা হাসপাতাল।

এসময় স্বল্প মূল্যে হাতে কাছে উন্নত চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাসপাতালে আসা সেবা গ্রহণকারীরা। এসময় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা বলেন আগে আমাদের চিকিৎসা সেবা নিতে শহরে যেতে হত কিন্তু এখন বাড়ির পাশেরই জহুরুননেছা হাসপাতাল হওয়াতে অল্প খরচে মানসম্মত স্বাস্থ্য সেবা পাচ্ছি। এ সময় জহুরুননেছা হাসপাতালে প্রতিষ্ঠা ডা: রাশিদুন্নবী খাঁনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান।