মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী ১৪ই জুন পর্যান্ত সর্বাত্মক লকডউন ঘোষণা!
মালয়েশিয়া প্রতিদিন করোনা সংক্রমণের হার যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি মৃত্যুর হার। করোনা সংক্রমণ রোধে জুন মাসের ১ তারিখ থেকে ১৪ তারিখ পযন্ত সর্বাত্মক লকডাইন ঘোষণা করে মালয়েশিয়ার সরকার।
লকডাইনের শুরুতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলেও, লকডাইনের ৫ দিনের মাথার সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে।
এদিকে লকডাইনের কারনে মালয়েশিয়া অবস্থান রত বাংলাদেশী সহ অভিবাসী কর্মীরা অনেকে চাকরি হারিয়ে রীতিমত বিপদের সম্মুখীন হচ্ছে, কিছু কর্মীদের চাকরি থাকলেও তাদের বেতনের ৪০% থেকে শুরু করে ৬০% পযন্ত বেতন পাওয়া তারও বিপদে।
এই বিপদ গ্রহস্ত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নেই কোন ভূর্ত্তকি মালয়েশিয়া সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।
মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের শেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬২৪১ জন, মোট আক্রান্ত ৬১৬৮১৫ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।