বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে বিভাগে একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস রোববার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৭৩ জন, পটুয়াখালীতে ১০৬, ভোলায় ১০২, পিরোজপুরে ৫৯, বরগুনায় ১১৯ এবং ঝালকাঠিতে ১০৭ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৯১১ জন। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেডবিশিষ্ট করোনা ইউনিটে রোববার ৩৩০ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৩৬ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ওই ইউনিটে চিকিৎসাধীন সর্বমোট এক হাজার একজনের মৃত্যু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।