দেশে গত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করে এই ২৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
আগের দিন রোববার ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নিচে নেমেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ।
আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন হয়েছে।
তাদের মধ্যে ২৯ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।