করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।
এ নিয়ে চলতি মাসে মমেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। এর আগে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জন মারা যান হাসপাতালটিতে। আজ (৮ সেপ্টেম্বর ) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। ডা. মুন আরো জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৫ জন করোনা রোগী ভর্তিসহ আজ বুধবার সকাল পর্যন্ত ভর্তি আছেন ১২৮ জন। এদের মধ্যে আইসিউতে সাতজন চিকিৎসাধীন। এছাড়া গতকাল মঙ্গলবার সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৩ জন ওয়ানস্টপ ফ্লু কর্নার থেকে সেবা নিয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৫ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০ জন। জেলায় করোনা সংক্রমণে মারা গেছেন মোট ২৭৬ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।