ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুস সামাদ (৬৫) ও আব্দুর রশিদ (৫৫)। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আট জন। করোনায় আক্রান্ত ৩৮ জনসহ ইউনিটটিতে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৩ জন, ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।