৭ইজুন সোমবার বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলা প‌রিষ‌দের উ‌দ্দো‌গে করোণা ভাইরাস
প্র‌তি‌রোধ ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হয়।সকাল ১২টার সময় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে উপ‌জেলা
নির্বাহী অ‌ফিসার মোঃ লিটন আলীর সভাপ‌তি‌ত্বে সভা অনু‌ষ্ঠিত হয়।

dkk
ক‌রোনার হটস্পট খ্যাত বা‌গেরহাট জেলার চিতলমারী‌তে গত ক‌য়েক‌দি‌নে ২জন ক‌রোণা রোগী
সনাক্ত হয়।সম্প্রতি ক‌রোনা ভাইরাস সংক্রম‌নের হার বৃ‌দ্ধি পাওয়ায় উপ‌জেলার ক‌রোণা প্র‌তি‌রোধ
ক‌মি‌টির সকল সদস্য‌দের নি‌য়ে মি‌টিং হয়।

চিতলমারী বাজা‌রে মাস্ক প‌রিধা‌নের জন্য জনসাধারন‌কে উদ্ভুদ্ধ করা হয়।ক‌রোণা সংক্রান্ত
স্বাস্থ্য বি‌ধি না মানায় ৫ জন‌কে বি‌ভিন্ন আই‌নে ১৬৫০ টাকা জ‌রিমানা করা হয় ।জনস্বা‌র্থে এ
অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন আলী।

সভায় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান বাবু অ‌শোক কুমার বড়াল,সহকারী ক‌মিশনার
ভূ‌মি জান্নাতুল আফ‌রোজ স্বর্না,উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আর ফরাজী,আওয়ামীলী‌গের
সভাপ‌তি বাবুল হো‌সেন খাঁন, আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক পীযুষ কা‌ন্তি রায়, থানা অ‌ফিসার
এম,এ,এইচ কামরুজ্জামান খান,চরবা‌নিয়ারী ইউ‌নিয়ন চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্না,উপ‌জেলা
মাধ্য‌মিক কর্মকর্তা মোঃ ম‌ফিজুর রহমান,প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোঃআ‌মিনুল ইসলাম,সমাজ
সেবা কর্মকর্তা‌ মোঃ আবু মুসা,চিতলমারী প্রেসক্লা‌বের সভাপতি,সাধারণ সম্পাদক সহ কর্মরত
সাংবা‌দিক বৃন্দ।

সভায় এবং সদর বাজা‌রে ক‌রোণা প্র‌তি‌রো‌ধে সকল‌কে স্বাস্থ্য‌বি‌ধি এবং সরকারী নির্দেশনা মে‌নে
চলার আহব্বান জানা‌নো হয়।