ক‌রোনা সংক্রমন বে‌ড়ে যাওযায় ভ্রাম্যমান নমুনা সংগ্রহ শুরু হ‌য়ে‌ছে ,

চিতলমারী‌তে ডাক্তা‌রের কা‌ছে রোগী নয়, রোগীর কা‌ছে ডাক্তার এই শ্লোগান নি‌য়ে বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলায় শুরু হ‌য়ে‌ছে ভ্রাম্যমান নমুনা সংগ্রহ ও‌ চি‌কিৎসা সেবা। অদৃশ্য শত্রু ক‌রোনায় ঘরবন্ধি মানু‌ষের চি‌কিৎসা‌সেবার জন্য আজ র‌বিবার এ কার্যক্রম চালু হয়।

বা‌গেরহাট-১আস‌নের অ‌ভিভাবক মাননীয় সাংসদ বঙ্গবন্ধুর ভ্রাতুসপুত্র শেখ হেলাল উদ্দিন ম‌হোদ‌য়ের নি‌র্দেশনা এবং সা‌র্বিক সহ‌যোগীতায় কো‌ভিড-১৯ চলমান ২য় ও ৩য় ঢেউ মোকাবেলায় ‌চিতলমারী‌তে ভ্রাম্যমান নমুনা সংগ্রহ টিম এর মাধ্য‌মে নমুনা সংগ্র‌হের জন্য এক‌টি আ্যাম্বু‌লেন্স প্রদান ক‌রেন।

২৭জুন র‌বিবার বিকাল ৩টায় উপ‌জেলা চত্ত্ব‌রে কর্মসূ‌চির শুভ উ‌দ্ভোধন ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ লিটন আলী। এসময় উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান বাবু অ‌শোক কুমার বড়াল,সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) জান্নাতুল আফ‌রোজ স্বর্না,

উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ বাবুল হো‌সেন খানঁ,সাধারন সম্পাদক বাবু পীযুষ কা‌ন্তি রায়,সদর ইউ‌ন্নি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন,চরব‌া‌নিয়ারী ইউ‌পি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্না,রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ,উপ‌জেলা বি‌ভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।