টাঙ্গাইলে ফের করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনান্তের হার ২৭.৪৭ ভাগ। এ নিয়ে বুধবার (২৯ জুন) দুপুর পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯৫২ জনে।

এ দিকে করোনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই জেলায় সংক্রমণের হার বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬২০ জন।

বর্তমানে হাসপাতালে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৭৩২ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৪০ হাজার ৬৬২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় আবারো সংক্রমণ হার বাড়ছে।

বর্তমানে কেউ স্বাস্থ্যবিধি ও মাস্ক পড়ছে না। তিনি সবাইকে জন সমাগম হয় এমনস্থানে পরিহার করার আহবান করার।