আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮২ শতাংশ।

এর মধ্যে নগরে ৯২ হাজার ৯৫৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৪৯ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: খুলনাসহ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

মোটরসাইকেল বন্ধ নিয়ে বিব্রত পুলিশ

নতুন আক্রান্ত ৪৭ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬০৭ জন।