সম্প্রতি ঘানা মারবার্গ ভাইরাসের দুইজন গুরুতর রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এই রোগটি ইবোলা ভাইরাসের সমগোত্রীয়।
কিছুদিন আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে। ঘানার দক্ষিণাঞ্চলের আশান্তি শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই দুই রোগী।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক মাস আগে তাদের নমুনা পরীক্ষা করার পর মারবার্গ পজেটিভ আসে। কিন্তু অবস্থা উন্নতির দিকে না যাওয়ায় ফের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেয় দেশটির স্বাস্থ্য বিভাগ।
এবার সেনেগালে নমুনা পাঠায় তারা। সেখানকার ল্যাবেও পজেটিভ রিপোর্ট আসে তাদের। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এই দুজন ছাড়াও আরও ৯৮ জন এই রোগের লক্ষণ নিয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে।
ভাইরাসটি বাদুড় থেকে সংক্রামিত হয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। এর আগে, ২০০৫ সালে অ্যাঙ্গোলায় এই রোগে আক্রান্ত হয়ে ২০০ জন মৃত্যুবরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।