করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার রাতে জুমে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়।
দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় এ বৈঠক হয় বলে জানান জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। তিনি গতকালের সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, কয়েক দিন ধরে কোভিড–১৯ সংক্রমণ বাড়তির দিকে। এ নিয়ে আলোচনার পর পাঁচ দফা সুপারিশ করেন কারিগরি কমিটির সদস্যরা।
সুপারিশগুলো হলো-
(১) সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পররিধান ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করতে হবে।
(২) প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের কোভিড ভ্যাকসিন যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
(৩) বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাসমূহ যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।
(৪) অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাসমূহে মাস্ক পরিধান করতে হবে।
(৫) বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।