মে মাসজুড়ে লকডাউন চলাকালে বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এ সময়ে সম্পন্ন হওয়া বিয়ে এবার অবৈধ ঘোষণা করা হলো।
 
 
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতের যে কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘটেছে তার মধ্যে মধ্যপ্রদেশ অন্যতম। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে রাজ্যটিতে মে মাস জুড়ে লকডাউন রাখা হয়েছিল, জারি করা হয়েছিল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ। কিন্তু সেই বিধিনিষেধ অমান্য করে রাজ্যে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
 
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৭ মে) ওই বিয়েগুলো অবৈধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
 
 
রাজ্য প্রশাসনের এক কর্মকতা বলেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্ট জানানো হয়েছিল, মে মাসে কোনও বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ ভাঙা হয়েছে বলে খবর এসেছে।
 
তিনি বলেন, এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হবে।
 
 
ওই কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলোকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মে মাসে অনুষ্ঠিত বিয়ের কোনো সনদপত্র না দেওয়া হয়।