সাবেক সংসদ সদস্য ফোকগানের শিল্পী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে দেশেই অবস্থান করছেন তিনি।
দেশের জনপ্রিয় এই ফোক সম্রাজ্ঞীর নামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে- ‘এইডসে আক্রান্ত হয়েছেন’ এই গায়িকা। বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মমতাজ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ। আসন্ন কুরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে।
মমতাজ জানালেন, এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার।

 

এইডসে আক্রান্ত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মমতাজ বলেন, শুনলাম, আমার নাকি এইডস হয়েছে। এইডস হয়েছে খবরটি গুজব। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।

যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।