দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে নিজ স্ত্রীকে তালাক দিলেন ছৈয়দ নুর নামের এক ব্যক্তি। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে, মাইকে তালাক দেয়ার ওই ভিডিও ফেসবুকে আপলোড হলেই মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে পাশের বাড়ির মৌলভী আবুল কাশেমের ছেলে মামুনুর রশিদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
পরকীয়ায় অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠিয়ে দেয়ার পরেও ছৈয়দ নুরের ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানান তিনি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, পরকীয়ার অভিযোগে অভিযুক্ত মোমেনা আক্তার স্বামী বিদেশ থাকার সুবাদে একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রতিবেশীরা দেশে ফেরা স্বামী ছৈয়দ নুরকে স্টেশনে লজ্জা দিলে স্বামী ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।