ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন ও হবু শাশুড়ির জন্য ফ্ল্যাট কিনে দেয়ার মতো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভারতের কলকাতা রাজ্যের হাওড়ার এক ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা এই তথ্য পেয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। জানা গেছে, হাওড়ার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা ডাকাতি করে গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ পালিয়ে যায় তিন যুবক।

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারে, ডাকাতি করা হয়েছে রীতিমতো বরাত দিয়েই। বরাত দিয়েছেন লোহার কারখানার মালিক সুনীল শর্মার পূর্ব পরিচিতরাই। পুলিশ জানায়, ননীগোপাল দাস, শিবরাম চট্টোপাধ্যায় ও বিশ্বজিত দাস নামে তিন যুবক এ ডাকাতির বরাত দেয়। তাদের মধ্যে দু’জন টাকার হিসাব দিতে পারলেও ভিকি টাকার হিসাব দিতে পারেনি।

জেরার মুখে ভিকি জানায়, ডাকাতির টাকায় বার ড্যান্সার প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে সে। সঙ্গে হবু শাশুড়িকে উত্তর প্রদেশে ফ্ল্যাট কেনার জন্য চার লাখ টাকা পাঠিয়েছে। এদিকে, এখন বোম্বে রাজেশ নামের আরেক ব্যক্তিকে খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।

 

কলমকথা/সাথী