বলিউড স্টার প্রিয়াংকা চোপড়া। তবে তিনি এখন বলিউড কম, হলিউডের স্টার বললে বেশি মানায়। কারণ বলিপাড়ায় সফলতার ঝাণ্ডা উড়িয়ে এখন পুরোদমে কাজ করছেন হলিউডে। সেখানে কিছু দিন আগেই মুক্তি পায় তার সিরিজ সিটাডেল। তবে এবার জানা গেছে নতুন কোনো ছবিতে কাজ করবেন তিনি।
শনিবার নিজের ইনস্টাগ্রামের পেজে নতুন ছবি সম্পর্কে জানিয়েছেন দেশিগার্লখ্যাত এ নায়িকা। জানালেন ছবির নাম দ্য ব্লাফ।
প্রিয়াংকা জানান, ‘এজিবিও’ স্টুডিও ও ‘অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রযোজনায় তৈরি হবে এ সিনেমা। ‘দ্য ব্লাফ’ একজন সাবেক নারী জলদস্যুর জীবনের রহস্যময় অতীতের গল্প নিয়ে নির্মিত হবে। সাবেক জলদস্যুর ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকাকে। এখনো পর্যন্ত খবর তেমনই। তবে কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি, সেই সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।
গত বছর মুক্তি পেয়েছে প্রিয়াংকার হলিউড সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজে প্রিয়াংকার সঙ্গে দেখা গেছে ‘গেম অফ থ্রোনস’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।