পর্ন ছেড়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন সানি লিওন। সিনেমায় তার ‘বোল্ড অভিনয়’ দেশে বিদেশে তুমুল জনপ্রিয়। বিপুল সংখ্যক ভক্ত তাকে অনুসরণ করেন। তবে, ২০১৮ সালে তিনি একটি হাস্যকর কারণে সংবাদপত্রের শিরোনামে ছিলেন।

জানা যায়, অন্ধ্রপ্রদেশে এক কৃষক তার খামারের ফসলের ওপর যাতে বদ নজর না পড়ে সেজন্য এই অভিনেত্রীর দুটো বিকিনিপরা বিলবোর্ড লাগিয়েছিলেন। বদ নজর এড়াতে এ ধরনের কার্যক্রম একটি প্রথাগত কুসংস্কার। বিলবোর্ডে একটি লাইনও লিখেছেন ওই কৃষক, যার অনুবাদ করলে দাঁড়ায়, ‘আরে, কান্না করো না বা আমাকে ঈর্ষা করো না!’

সেসময় একটি সংবাদমাধ্যমকে এই কৃষক জানান, যে বছর বিলবোর্ড লাগিয়েছেন সে-বার তার ১০ একর জমিতে ভালো ফসল ফলেছিল। যা গ্রামবাসী ও পথচারীদের বাড়তি মনোযোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি এর থেকে রেহাই পেতে সানি লিওনের ছবি সাঁটানোর কথা ভেবেছেন। তিনি আরও জানান যে, তিনি এতে সফল হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার বান্দাকিন্ডিপল্লি গ্রামের এই কৃষক বাঁধাকপি, ফুলকপি এবং মরিচ ক্ষেতে এই বিলবোর্ড লাগিয়েছেন।